Introduction
পাহাড় বড় খামখেয়ালী। ওই যে মুড সুইং বলে একটা কথা আমরা বলে থাকি, মানে মেজাজ পরিবর্তন। কখন যে পরিবর্তন হয় কেউ জানে না। এই ঝলমলে রোদ, কয়েক সেকেন্ডের মধ্যেই মেঘে ঢেকে যাওয়া। আবার হঠাৎ করে বৃষ্টি নেমে আসা। কখন যে কি রকম পরিবর্তন হবে তা কেউ জানে না। সমুদ্র, সে বড় চঞ্চল…. কখনো থেমে থাকে না। বয়ে চলে সারাক্ষণ। তবে চঞ্চল মনকে শান্ত করার ক্ষমতা কিন্তু তাঁর আছে। জঙ্গল, সেতো বিশাল গভীর… তাকে বোঝা খুবই শক্ত। জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে কখন যে নিজে হারিয়ে যাই বুঝতে পারিনা। তার গভীরতা যেন শেষ হয় না। যত গভীরে যাই, সে আরো গভীর হয়ে যায়। সে এক অন্য নেশা।
Contacts
Mission Sundarban25, Sir Iqbal Road, Hotel Golden King, 6 Floor, Picture Palace More, Khulna.